বঙ্গোপসাগরে ৩২৪ বস্তা ভারতীয় শাড়িসহ গ্রেফতার ১০

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গোপসাগরে ৩২৪ বস্তা ভারতীয় শাড়িসহ গ্রেফতার ১০
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯



---

কুয়াকাটা সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এফবি মুন্সিগঞ্জ নামের একটি নৌযান থেকে ৩২৪ বস্তা ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ ১০ জনকে গ্রেফতার করেছে কোস্টগার্ডের সদস্যরা।

বুধবার গভীর রাতে কুয়াকাটা সৈকতের ১৫ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি, থ্রিপিসসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সবুজ (৩৫), অজিয়র রহমান (৪০), মো. লিটন (৩৫), জাহিদুল ইসলাম (২৫), বেলাল মিয়া (৩০), আলী মিয়া (২৩), আরিফ হোসেন (২৮), শহিদ হোসেন (৩০), আলামিন (২৪) ও মন্টু মিয়া (৪০)। গ্রেফতারকৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার বিকেলে তাদের মহিপুর থানায় সোপর্দ করা হয়েছে।

কোস্টগার্ড নিজামপুর স্টেশনের পেটি অফিসার মো. ইউসুফ আলী বলেন, গ্রেফতারকৃতদের দেয়া তথ্যে পটুয়াখালীর ব্যবসায়ী প্রফুল্ল ও জয়দেবসহ একাধিক প্রভাবশালী গডফাদার এ ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উদ্ধারকৃত ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করা হয়েছে। একজন দক্ষ পুলিশ কর্মকর্তাকে দিয়ে এ মামলা তদন্ত করা হবে। যাতে চোরাকারবারি চক্রের গডফাদারদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হয়।

বাংলাদেশ সময়: ২২:১৯:৪৮   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ