
রাজধানীর উত্তরা মডেল থানার বায়তুন নূর জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে নরসিংদীর শিবপুরের চাঞ্চল্যকর শিশুধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম রায়হান মিয়া (২২)। তিনি নরসিংদীর শিবপুর থানার বাহারদিয়া গ্রামের আব্দুল বাছেদ মিয়ার ছেলে।
র্যাব-১১ জানায়, গত ৪ এপ্রিল সন্ধ্যায় রায়হান এক চার বছরের শিশুকে চকোলেট খাওয়ানোর লোভ দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার দাদীসহ আশপাশের লোকজন ছুটে আসেন। এ ঘটনায় আসামি পালিয়ে যেতে সক্ষম হন। পরে শিশুটি পরিবারকে ঘটনাটি জানায়। অভিযোগ পেয়ে রাতেই শিবপুর থানা পুলিশ ঘটনাস্থাল পরিবদর্শন করে। যৌন নির্যাতনের শিকার শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ২১ এপ্রিল নরসিংদীর শিবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:১০:৫৩ ২৪১ বার পঠিত