ঢাকা শহরের চারিদিকে সার্কুলার রেললাইন নির্মাণের উদ্দেশে আজ রেলভবনে সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রমের জন্য বাংলাদেশ রেলওয়ের সাথে কনসালটেন্সি ফার্মের সাথে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে যৌথভাবে কাজ করছে চায়না রেলওয়ে সিয়্যুয়ান সার্ভে অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশি প্রতিষ্ঠান বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড ও ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যাডভাইজারস লিমিটেড।
রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনের উপস্থিতিতে চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সার্কুলার রেল নির্মাণের প্রকল্প পরিচালক মোঃ মনিরুল ইসলাম ফিরোজী এবং কনসালটেন্সি ফার্মের যৌথ প্রতিষ্ঠানের পক্ষে ডেপুটি হেড অভ্ মার্কেটিং সেকশন, চায়না রেলওয়ে সিয়্যুয়ান সার্ভে অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেড । চুক্তি অনুযায়ী ফার্ম সম্ভাব্য রুট নির্ধারণ করবে। এই সার্কুলার রেল লাইনের মাধ্যমে সহজেই ঢাকা শহরে প্রবেশ এবং বের হওয়া যাবে। যাত্রীরা প্রধান শহরে না ঢুকেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবে। সার্কুলার রেল নির্মাণ একটি বড় প্রকল্প এবং এটি নির্মাণে বৈদেশিক সহায়তার প্রয়োজন হবে।
সম্ভাব্যতা সমীক্ষা কার্যক্রম সরকারি অর্থায়নে হচ্ছে। চুক্তি মূল্য ২৪ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। ১২ মাসের মধ্যে ফার্ম তাদের নির্ধারিত কাজ শেষ করবে। রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এ সময় বলেন, বর্তমান সরকার রেলখাতকে অধিক গুরুত্ব দিয়ে প্রকল্প তৈরি ও বাস্তবায়ন করছে। গুরুত্বপূর্ণ অনেক প্রকল্প চলমান আছে। দেশের রেলখাতকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার কাজ করছে। মন্ত্রী বলেন, ঢাকা শহরের যাত্রীরা এই রুট ব্যবহার করে দ্রুত তাদের গন্তব্যে পৌঁছাবে। ফলে যানজট অনেকটা কমে যাবে। এছাড়া ঢাকা- টঙ্গী ৩য় এবং ৪র্থ লাইন নির্মিত হলে যাত্রীরা দ্রুত ঢাকায় ঢুকতে এবং বের হতে পারবে।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মোঃ কাজী রফিকুল আলমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:৫৪:৪১ ১২২ বার পঠিত