ফতুল্লায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
বুধবার, ১ মে ২০১৯



---

নারায়ণগঞ্জের ফতুল্লায় সোহেলী বেগম (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্বামী রাব্বি মিয়াকে (২২) আটক করেছে।

বুধবার ভোরে ফতুল্লার নন্দলালপুর নাককাটার বাড়ি এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

সোহেলী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার তিলছড়া গ্রামের ভ্যানচালক সিরাজ সিকদারের মেয়ে।

সিরাজ সিকদার জানান, নন্দলালপুর এলাকায় প্রাইমটেক্সটাইলে কাজ করার সুবাদে সোহেলী ও রাব্বি মিয়ার পরিচয় হয়। পরে রাব্বি তার বাবা মাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠায়। দেড় বছর আগে তাদের বিয়ে দেই।

বিয়ের পর থেকে তারা নন্দলালপুর নাককাটার বাড়ি এলাকার হানিফ মিয়ার বাড়িতে ভাড়া থাকত। বিয়ের পর সোহেলি চাকরি ছেড়ে দেয়। আর রাব্বি রাজমিস্ত্রির কাজ শুরু করে।

তিনি আরও জানান, ভোরে আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে গিয়ে দেখি সোহেলীর নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। আর তার স্বামী রাব্বি কিছুটা দূরে বসে আছে। এসময় দ্রুত সোহেলীকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলীকে মৃত ঘোষণা করেন। সোহেলীর গলায় আঘাতের দাগ রয়েছে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার এসআই আব্দুল করিম যুগান্তরকে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতের গলায় ও গালে আঘাতের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার কারণ জানা যাবে। ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী রাব্বি মিয়াকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬:১২:৪৭   ১৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ