
কৃষিমন্ত্রী ড. মোঃ আঃ রাজ্জাক বলেছেন, শিক্ষা কতটুকু জ্ঞান অর্জনে প্রত্যাশা পূরণ করতে পেরেছে এবং জাতির কল্যাণে আসছে তা আমাদেরকে
গভীরভাবে ভাবতে হবে। শিশুদেরকে দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ঐতিহ্য সংস্কৃতি, খেলাধুলা ও জাতীয় দিবসগুলোতে কী ঘটেছে, কেন ঘটেছে সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা ক্রমান্বয়ে জানাতে হবে এবং তাদের নৈতিক শিক্ষা দিতে হবে।
মন্ত্রী আজ টাঙ্গাইলে মধুপুর উপজেলার কাকরাইদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মধুপুর উপজেলা চেয়ারম্যান মোঃ ছরোয়ার আলম আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তছলিমা আহমেদ পলি, মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:২৫:৫৬ ২০৭ বার পঠিত