
ঘূর্ণিঝড় ফণীর কেন্দ্রীয় অংশ শনিবার সকাল ১০টায় ঢাকা ফরিদপুর অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাব সারাদেশে রয়েছে। সকালে আবহাওয়াবিদ আব্দুল মান্নান ইত্তেফাক অনলাইনকে এ তথ্য জানান।
তিনি বলেন, সকালে খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চল দিয়ে ফণী বাংলাদেশে প্রবেশ করে।এরপর উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে।পরে ফণীর কেন্দ্রীয় অংশ ফরিদপুর ও ঢাকায় অবস্থান করছে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টির প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং সারাদেশে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ সময়: ১২:৩২:৩৮ ১৯৮ বার পঠিত