জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের
রবিবার, ৫ মে ২০১৯



---

নিউজটুনারায়ণগঞ্জ: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে ঢাকার বারিধারায় নিজের বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। অসুস্থতার কারণে চেয়ারম্যান হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করতে না পারায় এরশাদ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে নবতিপর এরশাদ হুইলচেয়ারে বেশ আড়ষ্ট কণ্ঠে কথা বলছিলেন। শুরুর দিকে তাঁর বক্তব্য শোনা যাচ্ছিল না সামান্য দূর থেকেও। এ সময় সাংবাদিকরা অনুরোধ করেন আরেকটু জোরে কথা বলতে। অনুরোধ রক্ষা করতে গিয়ে একটু শব্দ করে তিনি লিখিত বক্তব্য পড়ার চেষ্টা করেন। কিন্তু অসুস্থ এরশাদ তা শেষ করতে পারেননি। তখন পাশেই বসা জি এম কাদের বক্তব্যের বাকি অংশ পড়ে শোনান।

লিখিত বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমি হুসেইন মুহম্মদ এরশাদ এই মর্মে ঘোষণা করছি যে আমার ছোট ভাই গোলাম কাদের এমপি, কো-চেয়ারম্যান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, সহায়তা করতে সবার প্রতি অনুরোধ করছি ও নির্দেশ প্রদান করছি।’

কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার কারণ উল্লেখ করে এরশাদ বলেন, ‘বর্তমানে অসুস্থতার কারণে জাতীয় পার্টি চেয়ারম্যানের নিয়মিত কার্যক্রমে বিঘ্ন ঘটছে, সে জন্য দায়িত্বসমূহ পালনের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করলাম। গঠনতন্ত্রের ২০-এর ক ধারা মোতাবেক এ নির্দেশ প্রদান করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।’

প্রসঙ্গত, এরশাদ কয়েক মাস ধরে অসুস্থ। এর মধ্যে তিনি দুই দফা সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নিয়েছেন। তবে দেশে ফিরেও দলীয় বা সামাজিক কোনো কর্মসূচিতে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে আসছেন।

চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার আগে গত ১ জানুয়ারি প্রথম জাতীয় পার্টিতে নিজের উত্তরসূরি হিসেবে ছোট ভাই কাদেরের নাম ঘোষণা করেছিলেন এরশাদ। এরপর এরশাদের অনুপস্থিতিতে জি এম কাদের দায়িত্বভার গ্রহণের পর দলের ‘রওশনপন্থী’ নেতারা নাখোশ হয়ে ওঠেন। এ নিয়ে তৈরি হয় দলের মধ্যে অস্থিরতা।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর গত ২২ মার্চ দলে ‘বিভেদ’ তৈরি ও সাংগঠনিক কার্যক্রমে ‘ব্যর্থতার’ অভিযোগ তুলে জি এম কাদেরকে কো-চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন এরশাদ। পরের দিন সংসদে বিরোধীদলীয় উপনেতার পদ থেকেও কাদেরকে সরিয়ে দেওয়া হয়। সংসদের উপনেতা করা হয় রওশনকে।

এরপর সপ্তাহ দুয়েক না হতেই গত ৪ এপ্রিল জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যানের পদ ফিরিয়ে দেন এরশাদ। দুই দিন পর এক ‘সাংগঠনিক নির্দেশে’ তাঁকে আবার দলের ভবিষ্যৎ চেয়ারম্যানও ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২:৪৫:২১   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ