আড়াইহাজারে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা
রবিবার, ৫ মে ২০১৯



---

নারায়াণগঞ্জের আড়াইহাজারে আমেনা বিবি নামে ৭০ বছরের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আমেনা বিবি ওই গ্রামের মৃত আব্দুল গফুরের মেয়ে। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি উলুকান্দী গ্রামে বাবার বাড়িতে থাকতেন। শোয়ার ঘরেই তার হাত-পা বেঁধে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই বিজয় কুমার জানান, ‘রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধার হাত-পা বাধা ছিল।’

প্রতিবেশীরা জানায়, রাত আনুমানিক পৌনে দুইটার সময় বৃদ্ধার ঘরে আগুন জ্বলতে দেখে তারা এগিয়ে গেলেও তাকে বের করা সম্ভব হয়নি। আগুন খুব অল্প সময়ের মধ্যে পুরো ঘর ভস্মিভূত করে ফেলে। বৃদ্ধার ঘরে থাকা স্বর্র্ণালংকার লুট করার জন্য তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের একটি সূত্র জানায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন, ‘ বৃদ্ধার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে না কি হত্যার পর আগুন দেয়া হয়েছে তা ময়নাতদন্তের আগে বলা যাবে না। এ ব্যাপারে মামলা হয়েছে। ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৩৯   ৩৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে শীতবস্ত্র বিতরণ
সাংবাদিকদের বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান এমপি বাবুর
আড়াইহাজারের মানুষ ক্ষতিগ্রস্থ হলে সেটা আর পাবো না - এমপি বাবু
শেখ হাসিনা ভালো থাকলে আমরা ভালো থাকবো - মেয়র জাহাঙ্গীর আলম
আড়াইহাজারে ঘর পাবে ৩৫ গৃহহীন পরিবার
সেই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করব, এটাই প্রতিজ্ঞা - এমপি বাবু
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
স্ত্রীর লাশ হাসপাতালে রেখে স্বামীর পালিয়ে গেছে
আড়াইহাজারে ১২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার
আড়াইহাজারে ৩ ডাকাত গ্রেপ্তার

আর্কাইভ