
ঢাকা, ০৯ মে, ২০১৯: দশম জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২য়
বৈঠক কমিটির সভাপতি রাশেদ খান মেনন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে
অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী শরীফ
আহমেদ, মোঃ শিবলী সাদিক,বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন,আঃকাঃমঃ সরওয়ার
জাহান,কাজী কানিজ সুলতানা ও বেগম আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে এক ব্যক্তি যাতে একাধিক ভাতা না পায় সে বিষয়ে খেয়াল রাখার এবং
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, ষ্ট্রোকে ,প্যারালাইজড ও জন্মগত হ্নদরোগে আক্রান্ত
ব্যক্তিদের আর্থিক সহায়তা কর্মসূচির বিষয়টি জেলা পর্যায়ে উপ-পরিচালকদের
মাধ্যমে তত্ত্বাবধানের সুপারিশ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন
ফাউন্ডেশনকে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তরে রুপান্তরের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে
জরুরী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ প্রদান করা হয়।
কমিটি দৃষ্টি প্রতিবন্ধীদের চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা
নেওয়া,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত শ্রুতি লেখক নিয়োগ এবং নিয়োগবিধি
সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ
সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:০৭:৫৮ ১৪৮ বার পঠিত