
চার শতাধিক শিক্ষার্থীর হাতে হাতে মঙ্গল প্রদীপ (মোমবাতি), কেক কাটা, আনন্দ র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক সেবিকা দিবস ও ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মদিন পালিত হয়।
সকালে মির্জাপুর কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কুমুদিনী বিএসসি নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ র্যালি বের করে। আনন্দ র্যালিটি কুমুদিনী ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে কুমুদিনী হাসপাতালের মুল গেটের সামনে শিক্ষার্থীদের হাতে মঙ্গল প্রদীপ (মোমবাতি) জ্বেলে শপথ বাক্য পাঠ করান কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড বিএসসি নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার। শপথ শেষে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন, নার্সিং স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা, ভাইস প্রিন্সিপাল সিস্টার শেফালী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে কুমুদিনী কমপ্লেক্স এবং কুমুদিনী হাসপাতালের বিভিন্ন ইউনিট নানা সাজে সজ্জিত করা হয়েছে। এছাড়া হাসপাতালের রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয় বলে এজিএস (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩:০৬:১০ ২২৩ বার পঠিত