আজ (সোমবার) ১৩ মে’২০১৯
খৃষ্টীয় ১৪৮৩ সালের এই দিনে জার্মান ধর্মীয় নেতা বা সংস্কারক মার্টিন লুথার জন্ম গ্রহণ করেন। যৌবনে তিনি পাদ্রী হন এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষে দর্শন শাস্ত্রের অধ্যাপকের পদ অলংকৃত করেন। খৃষ্ট ধর্ম সম্পর্কে তার মতামত ছিল পোপসহ গীর্যার পদস্থ কর্মকর্তাদের মতামতের বিরোধী। লুথার ১৫১৭ সালে গীর্যার অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহে নেতৃত্ব দেন। তিনি পোপের নির্দেশ অমান্য করে জার্মান ভাষায় বাইবেলের অনুবাদ করেন এবং ক্যাথলিক গীর্যার মোকাবেলায় প্রোটেষ্টান্ট গীর্যা চালু করেন। মার্টিন লুথারের চিন্তাধারা ইউরোপে এবং বিশেষ করে জার্মানীতে রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে পরিবর্তনের উৎসে পরিণত হয়। তার চিন্তাধারা অনেক যুদ্ধের পথও প্রশস্ত কোরেছে। মার্টিন লুথার ১৫৪৬ সালে অসুস্থ অবস্থায় মারা যান।
আজ থেকে ১১৮ বছর আগের এই দিনে ইরানের সংগ্রামী নেতা ও শীর্ষস্থানীয় আলেম বা গ্রান্ড আয়াতুল্লাহ মীর্যা হাসান শিরাজী বৃটিশ উপনিবেশবাদীদের লুণ্ঠণ বন্ধের উদ্দেশ্যে তামাক উৎপাদনের ক্ষেত্রে বৃটিশ কোম্পানীকে বিশেষ সুবিধা প্রদানের আইন বাতিলের জন্য তামাক বর্জনের ঐতিহাসিক ফতোয়া দেন। তৎকালীন ইরানের রাজা নাসিরউদ্দিন শাহ কাজার বৃটিশ কোম্পানী রেজিকে ৫০ বছর ধরে ইরানে তামাক উৎপাদন ও ইরান থেকে তামাক রপ্তানীর একচেটিয়া সুযোগ প্রদানের জন্য বৃটিশ সরকারের সাথে চুক্তি করলে ইরানের সচেতন আলেম সমাজ এবং জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। আয়াতুল্লাহ মীর্যা হাসান শিরাজীর এই ফতোয়ার পর জনগণ তামাক ব্যবহার ও কেনা-বেচা বন্ধ কোরে দিলে নাসিরউদ্দিন শাহ এই চুক্তি বাতিল করতে বাধ্য হন। এই ঘটনা ইরানী জাতির স্বাধীনতা ও শক্তিমত্তার নিদর্শন হয়ে আছে।
হিজরী ১৩৮৬ সালের এই দিনে মিশরের বিখ্যাত মুসলিম চিন্তাবিদ ও সংগ্রামী জননেতা সাইয়েদ কুতুবকে তার দুজন সহযোগীসহ ফাঁসী দেয়া হয়। সাইয়েদ কুতুব যৌবনে পবিত্র কোরআনের হাফেজ হন এবং ইখওয়ানুল মুসলেমীন বা মুসলিম ব্রাদারহুড দলের প্রতিষ্ঠাতা হাসানুল বান্নার সান্নিধ্যে এসে এই দলে যোগ দেন। মিশরের প্রেসিডেন্টের জামাল আবদুন্নাসেরের সাথে এই দলের মতবিরোধ দেখা দিলে এই দলের অন্য অনেকের সাথে সাইয়েদ কুতুবকেও গ্রেফতার কোরে ফাঁসী দেয়া হয়। সাইয়েদ কুতুব মনে করতেন, প্রাচ্য ও পাশ্চাত্যের দুই জোটই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং পুঁজিবাদী ও সমাজবাদী বলে কথিত এ উভয় জোটই মুসলিম দেশগুলোর সম্পদ লুন্ঠনের জন্য পরস্পর ঐক্যবদ্ধ হয়েছে। এ উভয় জোটই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে। ইসলাম ও বিশ্ব শান্তি এবং পবিত্র কোরআনে শিল্প-সৃষ্টি তাঁর লেখা দুটি গুরুত্বপূর্ণ বই।
আজ থেকে ১৩ বছর আগে এই দিনে মাশহাদ-সারাখস-তাজেন রেলপথ চালু করার মাধ্যমে ঐতিহাসিক সিল্করোডের অংশ বিশেষের পুনরুজ্জীবন ঘটানো হয়। ইরানের সহযোগীতায় এই রেলপথ চালু হওয়ায় মধ্য এশিয়ার দেশগুলো বহির্বিশ্বের সাথে বাণিজ্যের সবচেয়ে সাশ্রয়ী ও উপযুক্ত যোগাযোগ-ব্যবস্থার অধিকারী হয়। এই রেলপথ চালু হওয়ায় পূর্বের চীন ও পশ্চিমের ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ইরানসহ মধ্য এশিয়ার সবগুলো দেশেরই বাণিজ্য ও অর্থনীতি সমৃদ্ধতর হবার সুযোগ পায়। কারণ, এই রেলপথ প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বিশ্ব বাণিজ্যের ২১ হাজার কিলোমিটার দীর্ঘ সাগর-পথকে কমিয়ে প্রায় ১২ হাজার কিলোমিটারের পথে পরিণত করেছে।
এবারে দেখা যাক্, ঠিক এক বছর আগে এই দিনে বিশ্বে গুরুত্বপূর্ণ কি কি ঘটেছে।
ফিলিস্তিন স্বশাসন-কর্তৃপক্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হানি আল কাওয়াসেমী পদত্যাগ করেন এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া নিজেই এই মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব নেন। গাজায় হামাস ও ফাতাহর কর্মীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকার প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের এই ঘটনা ঘটে।
পাকিস্তানের করাচীতে হরতালের ডাক দেয়া হয় এবং একটানা তৃতীয় দিনের মত করাচীতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘাত অব্যাহত থাকে। ওদিকে ইসলামাবাদে হাইকোর্টের একজন পদস্থ কর্মকর্তা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের কাছে পাক-আফগান সীমান্তে দুদেশের সেনাদের কামানের গোলা বিনিময়ের ঘটনায় ১২ জন আফগান প্রাণ হারায়। সংঘর্ষের অন্য এক ঘটনায় একজন মার্কিন সেনা নিহত হয়।
ইরাকের মুসেল শহরের দক্ষিণ-পূর্বে মাসুদ বারাজানীর নেতৃত্বাধীন কুর্দিস্তান পার্টির দপ্তরসহ একটি সরকারী ভবনে হামলার এক ঘটনায় ৫০ জন নিহত ও ১১৫ জন আহত হয়। এ ছাড়াও ইরাকের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘাত ও সন্ত্রাসী তৎপরতায় বহু ইরাকী প্রাণ হারায়। দুজন মার্কিন সেনা ও ডেনমার্কের একজন সেনা নিহত হবার খবরও ছিল সংবাদ মাধ্যমগুলোর এ দিনের ইরাক সংক্রান্ত অন্যতম গুরুত্বপূর্ণ খবর।
ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাহমুদ আহমাদিনেজাদ গত বছরের এই দিনে আরব আমীরাত সফর শেষে সেখান থেকে ওমানে সফরের জন্য রওনা হন। আরব আমীরাত সফরের সময় আহমাদিনেজাদ পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সকল বিদেশী সেনা প্রত্যাহারের দাবী জানান।
কূর্দী বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইরাক সীমান্তে তুরস্কের সেনা মোতায়েন অব্যাহত থাকা এবং সেখানে তুর্কী সেনার সংখ্যা ৫০ হাজারে উন্নীত হওয়া ছিল এ দিনের অন্যতম প্রধান খবর।
অস্ট্রিয়ার সেনাদলকে পরাভূত করে নেপোলিয়নের ভিয়েনা দখল (১৮০৯)
স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ইকুয়েডরের প্রতিষ্ঠা লাভ (১৮৩০)
মেক্সিকোর বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ঘোষণা (১৮৪৬)
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বর্ণবাদ দাঙ্গায় শতাধিক নিহত (১৯৬৯)
কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু (১৮৮৭)
ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমদের জন্ম (১৯০৫)
আফ্রিকায় জার্মান ও ইতালিয় বাহিনীর আত্মসমর্পণ (১৯৪৩)
ডা. সর্বপল্লী রাধাকৃষ্ণনের ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ (১৯৬২)
কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর প্রথম মালয়েশিয়া সফর (২০০১)
বাংলাদেশ সময়: ১১:০৭:৪৯ ২৫৬ বার পঠিত