সতীর্থদের সতর্কবার্তা মাশরাফির

প্রথম পাতা » খেলাধুলা » সতীর্থদের সতর্কবার্তা মাশরাফির
মঙ্গলবার, ১৪ মে ২০১৯



---

পরপর দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। তবে টাইগার দলনায়ক আইরিশদের হালকাভাবে নিতে নারাজ। জয়ের ধারা বজায় রেখে ফাইনালে যেতে চান তিনি। ধরে রাখতে চান মোমেন্টাম।

নেপথ্যে যুক্তিসঙ্গত কারণও আছে। এখন পর্যন্ত কোনো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতেনি বাংলাদেশ। ২০১৮ সালের তিন জাতি সিরিজ, নিদাহাস ট্রফি কিংবা গত এশিয়া কাপ— প্রতিটি ফাইনালে রচিত হয়েছে বেদনার চিত্রনাট্য। শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়ে পরাজিত হওয়া যেন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে টাইগারদের। স্বাভাবিকভাবে সেই দুঃখ পোড়ায় সমর্থকদের।

এবার নয়া ইতিহাস গড়তে চান মাশরাফি। তাই সতীর্থদের সতর্ক করে দিয়েছেন তিনি। সোমবার উইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটের সহজ জয়ের পর ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বলেন, আমরা ভালো বল করেছি। শুরুটা ভালো হয়নি আমাদের। তবে আমরা ব্রেক থ্রু পেয়েছি ভাগ্যক্রমে। মাঝের ওভারে মোস্তাফিজ খুব ভালো বল করেছে। সাকিব ও মিরাজ ভালো বল করেছে।

সতীর্থদের সতর্ক করে দিয়ে মাশরাফি বলেন, ফাইনালে ওঠাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ছেলেরা এখন স্বস্তিতে। তবে মাথায় রাখতে হবে এখনও দুই ম্যাচ বাকি। আমাদের জয়ের ধারা বজায় রাখতে হবে। আমরা কখনই ত্রিদেশীয় সিরিজ জিততে পারিনি। এটি আমাদের জন্য বড় সুযোগ শিরোপা জেতার। অবশ্যই আগামী ম্যাচে আইরিশদের সঙ্গে কঠোর হয়ে খেলব। দেখি ফাইনালে কি হয়।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:০৫   ২১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ