রূপগঞ্জে ৯২ কেজি গাঁজাসহ জাহানারা বেগম (৪৫) নামের এক মহিলা মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকা থেকে তাকে আটক করা হয়।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর সাজ্জাদ রোমান জানান, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্দিদের এলাকার ধন মিয়ার স্ত্রী জাহানারা ও তার ছেলে কুদ্দুস গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার আবুল কাশেমের ভাড়াবাড়িতে থেকে মাদক বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে সংবাদ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে আমলাবো এলাকায় পুলিশের একটি দল সেই ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে ৯২ কেজি গাঁজাসহ জাহানারাকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলে কুদ্দুস পালিয়ে যান। এব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় দায়েরের প্রস্তুতি চলছে বলে ইন্সপেক্টর আরো জানান।
বাংলাদেশ সময়: ১৯:৫০:২৬ ৪১১ বার পঠিত