বিশেষজ্ঞদের প্রতি প্রতিকূল আবহাওয়া উপযোগী ফসলের জাত উদ্ভাবনের আহ্বান রাষ্ট্রপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিশেষজ্ঞদের প্রতি প্রতিকূল আবহাওয়া উপযোগী ফসলের জাত উদ্ভাবনের আহ্বান রাষ্ট্রপতির
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭



--- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অন্যান্যের প্রতি প্রতিকূল আবহাওয়া উপযোগী জাতের ফসল উদ্ভাবনের আহ্বান জানিয়েছন।
আজ বঙ্গভবনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (এসএইউ) দশ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কৃষি সেক্টরে নয়া প্রযুক্তি উদ্ভাবনের কোন বিকল্প নেই।’
সাক্ষাতকার শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন।
আবদুল হামিদ জলবায়ু পরিবর্তনজনিত প্রতিকূল পরিবেশের উল্লেখ করে গবেষক ও বিশেষজ্ঞদের প্রতি বাংলাদেশে প্রতিকূল আবহাওয়া উপযোগী ফসলের জাত উদ্ভাবনের আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, এ দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।
এসএইউ’র ভাইস চ্যান্সেলর মো. গোলাম শাহি আলমের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে কৃষি ও পরিবেশের উন্নয়নে গবেষণাসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
তারা রাষ্ট্রপতিকে এসএইউ’র প্রথম বার্ষিক প্রতিবেদনের (২০০৫-২০১৫) বিভিন্ন দিক সম্পর্কেও অবহিত করেন।
ডিসি যথাযথভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাষ্ট্রপতি সার্বিক সহায়তা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতি সংশ্লিষ্ট সচিবগণ এবং এসএইউ’র বিভিন্ন অনুষদের ডিনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০৪:১১   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ