সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে: জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে: জেলা প্রশাসক
মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮



---নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, সৃষ্টিকর্তার সৃষ্টির উপর কারো হাত নেই। সুতরাং এ বিষয় নিয়ে কষ্ট পাওয়ারও কিছু নেই। আমাদের উচিত হল সমাজের অক্ষম মানুষদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মানবতার কল্যাণে কাজ করা। আর যারা সক্ষম আছি তাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।

মঙ্গলবার (২ জানুয়ারী) সকালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও সমন্বয় পরিষদ শহর সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় এই আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত সকলকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রাব্বী মিয়া বলেন, ২০১৮ সাল বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সাল। তাই সমৃদ্ধশালী দেশ গড়ার সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সতর্ক থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে। দেশ বাঁচলে আমরা বাঁচবো।

তিনি আরো বলেন, আমরা সকলেই মানুষ। যেখানে আমাদের হাত নেই, সেটা নিয়ে অহংকারের কিছু নেই। মানুষের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন। সবার আগে নিজের ভাই-বোনদের সাথে ভাল ব্যবহার করবেন। নিজের পরিবারের শান্তি নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. এহসানুল হক বলেন, বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে, প্রতিটি মানুষের জন্য কাজ করতে হবে। প্রান্তিক জনগোষ্টির মধ্যে আমাদের সেবা কার্যকম চালাতে হবে। শুধুমাত্র বিত্তবান শ্রেণীর মানুষ নিয়ে কাজ করলে চলবে না। মানবজাতির জন্য যেখানেই সম্ভব সেখানেই কাজ করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, শামসুজ্জামান ভাষানী, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতেমা মনির, মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, অ্যাড. নূর জাহান, প্রদীপ কুমার দাস, ডা. জি এম জাব্বার চিশতীসহ নারায়ণগঞ্জ জেলা বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১:৪৯:২৯   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ