শুরুর সাথে মিললো না শেষ, ইংল্যান্ডের লক্ষ্য ২৮৬

প্রথম পাতা » খেলাধুলা » শুরুর সাথে মিললো না শেষ, ইংল্যান্ডের লক্ষ্য ২৮৬
মঙ্গলবার, ২৫ জুন ২০১৯



---

অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের জুটিতে দারুণ শুরুর পর মিডল অর্ডারে একটা ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পরবর্তী ব্যাটসম্যানরা উইকেটে ধরে থেকে সেই ধাক্কাটা কোনো রকমে সামাল দিলেও ত্যাগ করলেন বড় স্কোরের স্বপ্ন। একসময় তিন’শ, সাড়ে তিন’শ রানের সম্ভাবনা জাগানো ইনিংস ৫০ ওভার শেষে থামলো ২৮৫ রানে। এখন ইংল্যান্ডের প্রমাণ করার পালা লক্ষ্যটা বড় ছিলো? না ছোট!

অধিনায়ক অ্যারন ফিঞ্চের দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরুটা দারুণ হয় অস্ট্রেলিয়ার। ১২৩ রানে প্রথম ও ১৭৩ রানেও দ্বিতীয় উইকেটের পতন হয়। সেই স্কোর ২৫০ রানে পৌঁছাতেই ৬ উইকেট হারিয়ে ফেলে পাঁচবারের বর্ষসেরারা। এরমধ্যে ব্যক্তিগত ১০০ রানে ফেরেন অ্যারন ফিঞ্চ। এরপরই পড়ে যায় অস্ট্রেলিয়ার রানের গতি। এরপর অ্যালেক্স ক্যারির দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভার শেষ করলেও থমকে যায় রানের গতি। ইনিংস থামে ২৮৫ রানে।

এর আগে আজ মঙ্গলবার ইংল্যান্ডের লডসে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান। প্রথমে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। এই জুটিতে আসে ১২৩ রান। ব্যক্তিগত ৫৩ রানে মঈন আলীর বলে রুটের হাতে ক্যাচ দেন ওয়ার্নার। এরপর উসমান খাজার সঙ্গে ফিঞ্চের ৫০ রানের জুটি আরো একধাপ এগিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। দলীয় ১৭৩ রানের মাথায় খাজাকে ফেরান বেন স্টোক।

ছয় ম্যাচে চার জয় ও দুই হারে ইংল্যান্ডের পয়েন্ট ৮। ফেবারিটের তকমা নিয়ে টুর্নামেন্টে আসা দলটির শেষ চার নিশ্চিত না। বিপরীতে অস্ট্রেলিয়া অনেকটাই নির্ভার। ছন্দে থাকা দলটি ছয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে পেয়ে গেছে ১০ পয়েন্ট। ফলে, সেমিফাইনালে ওঠার পথে অ্যারন ফিঞ্চের দলের আর খুব বেশি বাধা নেই।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:০৭   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ