
ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, হাসপাতালের অভ্যন্তরে অসহায় রোগীদের নিয়ে ব্যবসা করতে কেউ পারবেনা। একইসঙ্গে হাসপাতালে দালালদের দৌরাত্ম কোনভাবেই সহ্য করা হবেনা। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে স্বাস্থ্য সেবাকে অগ্রাধীকার দিয়ে হাসপাতালের মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মহান পেশা ডাক্তিরেকে পুঁজি করে কেউ অনৈতিক ফায়দা লুটলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করব।
আজ শুক্রবার দুপুরে ভাঙ্গা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ভাঙ্গা একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে নানা সময়ে সড়ক দুর্ঘটনাসহ আশপাশের উপজেলাগুলো থেকে অসুস্থ রোগীরা সেবা নিতে আসেন।
মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, হাসপাতালের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও চেষ্টা করতে হবে আগত রোগীদের ভাল মানের সেবা প্রদান করতে। ব্যাঙের ছাতার ন্যায় গজিয়ে ওঠা বেসরকারি ক্লিনিকগুলো ও বিভিন্ন ওষুধ কোম্পানির মার্কেটিং সেলসম্যান যাতে অযথা হাসপাতাল অভ্যন্তরে প্রবেশ করে রোগী ও ডাক্তারদের বিরক্ত না করে সেদিকে প্রশাসনকে তীক্ষ্ণ নজরদারি করতে হবে।
এসময় অনুষ্ঠানের মধ্যমনি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সাংসদ মুজিবুর রহমান চৌধুরীর কন্যা নাজুরা চৌধুরী। নাজুরী চৌধুরী ও উপস্থিত প্রশাসনের কর্মকর্তা ও অতিথিদের উদ্দেশ্য করে সাংসদ নিক্সন চৌধুরী বলেন, ডাক্তারি পেশা একটি মহান পেশা আপনাদের সকলের কাছে আমার কন্যার জন্য দোয়া চাই এবং সে যাতে গরীব দুঃখিদের জন্য একজন ভালো ডাক্তার হতে পারে। আমি আমার গ্রামের বাড়ির পাশে অসহায় রোগীদের সেবার জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণের স্বপ্ন রয়েছে। আপনারা সকলে দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার খালেদুর রহমান মিয়ার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা মুকতাদিরুল আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাঈদুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:০৭:৪৭ ১৬৭ বার পঠিত