নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার পূর্বাচল উপ শহরের কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের পাশে বৌরারটেক এলাকায় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তবে ওই যুবকের পরিচয় ও কারণ জানাতে পারেনি পুলিশ।
রূপগঞ্জ থানার এসআই আমিনুল হক বাংলাদেশ জার্নালকে জানান, সকালে বৌরারটেক এলাকার রাস্তায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। তিনি ধারণা করেন, দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৩২:৪৬ ৪৬৫ বার পঠিত