আড়াইহাজারে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮



---আড়াইহাজারে বৃহম্পতিবার সরকারের বাস্তবায়িত্ব বিভিন্ন প্রকল্পের নিয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া ও ভাই চেয়ারম্যান রফিকুল হক। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও আড়াইহাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানুল হক, উপজেলা এলজিইডি’র প্রকৌশলী নাশির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার রইসউদ্দিন মুকুল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিব ইসমাইল ভূঁইয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফারুক আহাম্মেদ ও কৃষি অফিসার আবদুল কাদির প্রমুখ।

এসময় এমপি নজরুল ইসলাম বাবু বলেন, আমাদের আরো উন্নয়ন করতে হবে। অসম্পূর্ণ প্রকল্পগুলো দ্রুত সম্পর্ণ করতে হবে। উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে। শেখ হাছিনার সরকার ক্ষমতায় আসলে দেশে ব্যাপক উন্নয়ন হয়। দেশ বর্তমানে উন্নয়নের মহাসড়কে হাটটে। উপজেলার প্রতিটি এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে।

বাংলাদেশ সময়: ১৭:৫১:৪৮   ৪৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে শীতবস্ত্র বিতরণ
সাংবাদিকদের বাস্তব চিত্র তুলে ধরার আহ্বান এমপি বাবুর
আড়াইহাজারের মানুষ ক্ষতিগ্রস্থ হলে সেটা আর পাবো না - এমপি বাবু
শেখ হাসিনা ভালো থাকলে আমরা ভালো থাকবো - মেয়র জাহাঙ্গীর আলম
আড়াইহাজারে ঘর পাবে ৩৫ গৃহহীন পরিবার
সেই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করব, এটাই প্রতিজ্ঞা - এমপি বাবু
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
স্ত্রীর লাশ হাসপাতালে রেখে স্বামীর পালিয়ে গেছে
আড়াইহাজারে ১২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার
আড়াইহাজারে ৩ ডাকাত গ্রেপ্তার

আর্কাইভ