আজকের দিনটি কেমন যাবে আপনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের দিনটি কেমন যাবে আপনার
রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮



---মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : সপ্তাহের শুরুতে মানসিক চাপ থাকবে। কাজকর্মে সাময়িক জটিলতা দেখা যেতে পারে। কেউ কেউ দূরে ভ্রমণের সুযোগ পেতে পারেন। আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন কারো সান্নিধ্য পেতে পারেন। চাকরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : কোনো বিষয়ে চুক্তি হতে পারে। বৈদেশিক বাণিজ্যে সাফল্য পেতে পারেন। প্রবাসী বন্ধু বা স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। তীর্থভ্রমণ হতে পারে। বিবাহিতদের দাম্পত্য সুখশান্তি বজায় থাকবে। চাকরিপ্রার্থীরা আশাব্যঞ্জক কোনো খবর লাভ করতে পারেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) : শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতার প্রয়োজন আছে। অংশীদারিত্বের ভিত্তিতে কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। বিবাহযোগ্য কারো কারো বিয়ের কথা হতে পারে। সাময়িক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার প্রয়োজন হতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : শিক্ষার্থীরা পড়াশোনায় কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে সক্ষম হবেন। শেয়ার কেনাবেচার সঙ্গে সম্পৃক্তদের বিনিয়োগে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝে শুনে বিনিয়োগ করুন। কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হতে পারেন। অবিবাহিত কারো কারো বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট) : আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ক্রীড়া কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। প্রিয় মানুষের সঙ্গে দেখা হতে পারে। সন্তানের কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন। নিজের কাজে সৎ থাকুন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : স্বল্প দূরত্বে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পারিবারিক কোনো কাজে দায়দায়িত্ব বাড়বে। মনের মানুষের দেখা পাবেন। বিবাহিতদের কেউ কেউ সন্তানের সাফল্যে আনন্দ পাবেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আপনার উৎসাহ উদ্দীপনা বাড়বে। গৃহে অতিথি আসতে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। আপনার বিশেষ কোনো চেষ্টায় সাফল্য আসতে পারে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : শরীর ও মন চাঙ্গা থাকবে। পাওনা অর্থ আদায় হতে পারে। বাড়িতে মেহমান আসতে পারে। অপ্রয়োজনীয় আলাপচারিতা এড়িয়ে চলুন। ভ্রমণের সুযোগ আসতে পারে। আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : হঠাৎ করে ব্যয় বৃদ্ধি পেতে পারে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। নিজের কোনো ভুলের জন্য অনুতপ্ত হতে পারেন। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। কারো কারো ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। পাওনা আদায় হতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আপনার বিশেষ কোনো চেষ্টায় সাফল্য আসতে পারে। প্রয়োজনে বড় ভাই কিংবা বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। হাতে অর্থকড়ি আসতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন। নিজের কোনো ভুলের জন্য অনুতপ্ত হতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : পেশাক্ষেত্রে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পেতে পারেন। বিশেষ কোনো কাজে নেতৃত্বের সুযোগ পেতে পারেন। চাকরিপ্রার্থীদের কেউ কেউ নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। বড় ভাইবোন অথবা কোনো বন্ধুর সহযোগিতা কিংবা পরামর্শ লাভ করতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : দূরে কোথাও ভ্রমণ হতে পারে। পেশাগত কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। চাকরিপ্রার্থীরা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। ব্যয় বাড়বে।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:০২   ৪৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ