যে কারণে চুপসে গেছেন ইউএনও ‘ম্যাডাম’ ফারজানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » যে কারণে চুপসে গেছেন ইউএনও ‘ম্যাডাম’ ফারজানা
সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮



--- পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানম বেফাঁস কথা বলে আবার চুপসে গেছেন। কোনো সাংবাদিকের ফোনই তিনি ধরছেন না। এমনকি তার অফিসের নম্বরে ফোন করলেও তার রিসিভ করছেন না।

গত বুধবার ‘ম্যাডাম’ বলে সম্বোধন না করায় স্থানীয় এক সংবাদকর্মীর ওপর চটে গিয়েছিলেন ফারজানা খানম। এ সময় ইউএনও উত্তেজিত হয়ে এই সাংবাদিককে বলেন, আপনি কতদিন ধরে সাংবাদিকতা করেন। আপনি জানেন না একজন ইউএনওকে স্যার বা ম্যাডাম বলতে হয়।

বিষয়টি নিয়ে প্রশাসন থেকে ফারজানা খানমকে সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে প্রশাসনের সম্মান হানি যেন না ঘটে সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দেয়া হয়েছে।

পাবনা জেলা প্রশাসনের একটি সূত্র বলেছে, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ যাত্রায় মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এবং কিছু পরামর্শও দেয়া হয়েছে।

এদিকে, ‘ম্যাডাম বা স্যার’ সম্ভোধন পেতে আগ্রহী ইউএনও ফারজানা খানমের সঙ্গে আজ সারাদিন যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এমনকি তার অফিসের টিএনটি নম্বরে কল করা হলেও রিসিভ করা হয়নি।

উল্লেখ্য, বুধবার বিকেলে পেশাগত কাজে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও সময় টিভি’র পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ মুঠোফোনে ইউএনও ফারজানা খানমের বক্তব্য জানার জন্যে ফোন করেন। মুঠোফোনে আলাপের মাঝে তাকে আপা বলে সম্মোধন করায় তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। এ সময় তার সাথে অনেক বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে ওই সংবাদকর্মী সদ্য বিদায়ী পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোকে আপা বলে সম্মোধন করার বিষয়টি অবহিত করলে ইউএনও ফারজানা খানম বলেন, স্যারের বিষয়টি জানি না। আমাদের চাকরিতে নিয়মকানুন আছে অবশ্যই আমাকে স্যার বা ম্যাডাম বলে সম্মোধন করতে হবে। অন্য কারোর সাথে আমাকে বিবেচনা করা যাবে না।

বাংলাদেশ সময়: ১২:১৫:৪৬   ৫৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ