চাকরি জাতীয়করণের দাবিতে কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে আন্দোলন শুরু করেছেন রাজশাহীর কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।
মঙ্গলবার জেলার সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন।
এর আগে সোমবার একই দাবিতে তারা কমিউনিটি ক্লিনিক বন্ধ রাখেন। তাদের এই অবস্থান কর্মসূচির কারণে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিলো জেলার ২৩৩টি কমিউনিটি ক্লিনিক।
সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিএইচসিপি অ্যাসোসিয়েশনের জেলার সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম। বক্তব্য দেন- সাধারণ সম্পাদক মাহবুর আলম অন্তর, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মহিদুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:১৯:৫৭ ৬০৯ বার পঠিত