
আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।
১. আলিফ-লাম-মীম-সাদ।
১২. তিনি (আল্লাহ) তাকে (ইবলীসকে) জিজ্ঞেস করলেন, আমি যখন তোকে আদমের নিকট সিজদা করতে আদেশ করলাম, তখন কোন বস্তু তোকে সিজদা করতে বাধা দিয়েছে?’ সে উত্তরে বললো, ‘আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি দ্বারা।’
১৩. আল্লাহ বললেন, ‘এ স্থান থেকে নেমে যা, তোর জন্য এ অবকাশ নেই যে, তুই এখানে অহংকার প্রদর্শন করবি; সুতরাং বের হয়ে যা, নিশ্চয় তুই ইতরদের অন্তর্ভুক্ত।’
১৪. সে বললো, ‘আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন!’
আল হাদিস
৪০ নং পরিচ্ছেদ
অন্তরে উদিত অসৎ চিন্তা-ভাবনাসমূহ বাস্তবায়িত না করা পর্যন্ত আল্লাহ মাফ করে দেন।
বাংলাদেশ সময়: ১১:৩০:১৭ ১১৭ বার পঠিত