
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল কোরআন
৩২. তুমি বল, ‘আল্লাহ তাঁর বান্দাদের জন্য যে সব শোভনীয় বস্তু ও পবিত্র জীবিকা সৃষ্টি করেছেন, তা কে হারাম করেছে?’ তুমি ঘোষণা করে দাও, এ সমস্ত বস্তু পার্থিব জীবনে এবং বিশেষ করে কিয়ামত দিবসে ঐ সব লোকের জন্য, যারা ঈমান আনবে। এমনিভাবে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করে থাকি।
আল হাদিস
সালাতের জন্য পবিত্রতা অর্জনের আবশ্যকতা।
১৩৪। আবু হুরাইরা (রা) নবী (সা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, অযূ ভাঙ্গার কারণ ঘটে যাওয়ার পর অযূ না করে সালাত আদায় করলে আল্লাহ কারো সালাত কবুল করেন না। (বুখারী-কিতাবুর রিকাক)
বাংলাদেশ সময়: ১২:৪৬:৫১ ১৭৩ বার পঠিত