
গাঁজা সংরক্ষণ ও বহন করার অপরাধে মনির (৩৫) নামে এক মাদকাসক্তকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ফতুল্লা রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাঁজা সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ ও বহন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১)নং টেবিলের ২১ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ২২:৫৫:৫০ ১৭১ বার পঠিত