ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯



---

একটি মহল ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রত্যেক দিন ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে। কিন্তু সরকার ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণে কেউ কোনো কাজ করছে না।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে বৃক্ষমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ বলেন, ঢাকা শহরের মেয়রদের দোষারোপ করা হচ্ছে, কিন্তু মেয়র ও সিটি করপোরেশন গুলো আগাম প্রস্তুতি না নিলে মহামারি আকার ধারণ করত। ডেঙ্গু ও এডিস মশা নিয়ন্ত্রণে সকলের দায়িত্ব আছে, সরকার সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।

তিনি বলেন, এডিস মশার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, না হলে আমরা প্রত্যেকেই আক্রান্ত হব। ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী চিকিৎসাধীন থাকা অবস্থায়ও দেশের মানুষের জন্য কাজ করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, এডিস মশা সকল জেলায় ছড়িয়ে যাচ্ছে। তবে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশেই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। ফিলিপাইনে ডেঙ্গু মহামারির বিশেষ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও আমেরিকায় ডেঙ্গু রোগে মানুষ মারা যাচ্ছে।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, কৃষকলীগের সভাপতি মাইনুদ্দিন আহমেদ প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ, সাংস্কৃতিক সরঞ্জামাদি ও কৃষি উপকরণ বিতরণ করেন। এর আগে সকালে সেতাবগঞ্জ বড় মাঠে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শেষে বৃক্ষমেলার উদ্বোধন করেন খালিদ মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭:২৭:২৫   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ