ময়মনসিংহে শহরের চরপাড়া এলাকায় পিস্তলসহ এক যুবককে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)।
শুক্রবার দুপরে ডিবি কার্যালয়ের সামনে জব্দ পিস্তলসহ আটক সুমন মিয়া ওরফে গোপালকে সাংবাদিকদের সামনে আনা হয়।
ময়মনসিংহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, গোপন সংবাদে শহরের চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সুমন মিয়ার নিকট থেকে পিস্তল জব্দ ও তাকে আটক করা হয়।
আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছেও বলে জানান এই ওসি।
বাংলাদেশ সময়: ১৫:৫২:১২ ৪৪৯ বার পঠিত