বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের নির্যাতিত জনগোষ্ঠীর প্রেরণা - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রথম পাতা » খেলাধুলা » বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের নির্যাতিত জনগোষ্ঠীর প্রেরণা - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রবিবার, ১৮ আগস্ট ২০১৯



---

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমগ্র বিশ্বের মুক্তিকামী মানুষের প্রেরণার কন্ঠস্বর ছিলেন উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বঙ্গবন্ধু শুধু একটি রাজনৈতিক দলের নয়, শুধু বাংলাদেশের নয় তিনি ছিলেন বিশ্বের নির্যাতিত জণগোষ্টীর প্রেরণার উৎস, শক্তি ও সাহস।
তিনি আরো বলেন বঙ্গবন্ধু ছিলেন মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন বিচক্ষণ ব্যক্তিত্ব, যুব শক্তির মুর্ত প্রতীক।
তরুণ প্রজন্মকে দেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে আরো বেশি জানার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যুব সমাজের মুর্ত প্রতীক বঙ্গবন্ধু কেবলমাত্র একজন ক্রীড়ানুরাগীই ছিলেন না, একজন সফল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকও ছিলেন। দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে জাতিন পিতার আদর্শ অনুসরণ করতে হবে।
বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ পরিক্রমায় সংঘটিত বিভিন্ন রক্তক্ষয়ী সংগ্রামে বঙ্গবন্ধুর বিচক্ষন ও অসাধারণ নেতৃত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
যুব ও ক্রীড়া সচিব ড: জাফর উদ্দিনের সভাপতিত্বে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিমসহ, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:১৮   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ