
ঢাকা, ২৬ আগস্ট, ২০১৯নিউজটুনারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে আত্মপরিচয় দিয়েছেন। বাঙালি জাতি সত্ত্বার বিকাশে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য–বঙ্গবন্ধু মানেই বাংলদেশ।
তিনি আজ আগারগাঁয়ে সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স চত্ত্বরে জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং ২৮ নং ওয়ার্ড কমিশনার মো: ফোরকান হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
স্পীকার বলেন, বঙ্গবন্ধু অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। বৈষম্য ও অনাচারের প্রতিবাদ করেছেন একজনই–তিনি বঙ্গবন্ধু।শোষণ ও বৈষম্য দূর করে টুঙ্গিপাড়ার ছোট খোকা হয়েছেন ইতিহাসের মহানায়ক। তিনি ছিলেন অকুতোভয়।বাঙালির অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু তাঁর জীবন-যৌবনের বড় অংশ কারাগারে কাটিয়েছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু তাঁর মানুষকে ভালবাসতেন। খুব কাছ থেকে সাধারণ মানুষের দু:খ কষ্ট অনুভব করতেন। তাদের সত্যদাবী আদায়ে তিনি এক পা পিছু হটতেন না। অদম্য সাহস ও ন্যায়পরায়নতা তাঁকে বাঙালির অধিকার আদায়ে প্রতিবাদী হতে শিখিয়েছে বলে স্পীকার উল্লেখ করেন।তিনি বলেন এমন মহান নেতা সকল জাতির জীবনে আসে না।বঙ্গবন্ধু এসেছিলেন বলে বাঙালি পরাধীনতার নাগপাশ থেকে মুক্তি পেয়েছিল।
তিনি আরও বলেন, বিচক্ষণ, দূরদর্শী ও অসামান্য প্রজ্ঞার অধিকারী ছিলন বঙ্গবন্ধু। বাঙালির স্বাধিকার সংগ্রামকে তিনি স্বাধীনতার পথে নিয়ে গেছেন। তাঁর ৭ মার্চের ভাষণ শোষিত, বঞ্চিত ও নিপিড়িত মানুষকে যুগে যুগে অনুপ্রেরণা যোগাবে বলে তিনি উল্লেখ করেন। বঙ্গবন্ধুর ন্যায় নি:স্বার্থভাবে দেশের বঞ্চিত মানুষের পাশে দাড়াতে হবে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর আদর্শ ধারণ করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম মিয়া, সহ সভাপতি মো: মামুনুর রশিদ।
এসময় জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নেতৃবৃন্দ ও এলোটিগণ উপস্থিত ছিলেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৩৬:১৪ ২৮২ বার পঠিত