সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে পৃথক দু’টি ভ্রাম্যমান আদালত চাউলের আড়ৎ, বেকারী, খাবার হোটেল ও মুদি দোকানসহ ৯ টি প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে । মঙ্গলবার (২৩ জানুয়ারী) বেলা ১১ টায় শিমরাইল মোড়ে বিভিন্ন মার্কেটে এ অভিযান চালানো হয়। অভিযানে, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন ২০১০ ও দুপুর ১ টায় ভোক্তা অধিকার আইনে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটগন।
বেলা ১১ টায় শিমরাইল মোড় হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে অভিযান চালায় নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবিন এর আদালত। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার ২০১০ আইনে মেসার্স রিতু রাইচ এজেন্সিকে ১০ হাজার, কুমিল্লা রাইচ এজেন্সিকে ৫ হাজার, তারেক এন্টারপ্রাজকে ৫ হাজার, আফজাল হোসেনের রাইচ এজেন্সিকে ১০ হাজার, কামরুলের রাইচ এজেন্সিকে ৮ হাজার ও হোসনে আরা সোপ মুদি দোকনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। এসময় ওই আদালতের সাথে পাট উন্নয়ন কর্মকর্তা ওসমান আলী শেখ উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন বেলা ১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর সহকারি পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা বেগম এর আদালত শিমরাইল মোড়ে চিটাগাং খাবার হোটেলকে ৫ হাজার, হীরাঝিলস্থ দয়াল বেকারীকে ২০ হাজার টাকা ও মায়ের দোয়া খাবার হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এসময় নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শাহজাহান হালদা উপস্থিত ছিলেন। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করা ও ভেজাল খাদ্য তৈরি বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবিন ও তাহমিনা বেগম।
বাংলাদেশ সময়: ২০:৪০:৫৮ ৫৪৫ বার পঠিত