
বাঙালি উৎসব প্রিয় জাতি। তাই পুজো পার্বণের সঙ্গে সিনেমাও এখন উৎসবের পর্যায়ে গেছে। বাংলার বাইরে প্রায় সর্বত্রই অনুষ্ঠিত হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। কিছুদিন আগে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল বাংলা সিনেমার উৎসব। এবার শুরু হতে যাচ্ছে দিল্লিতে। পুজোর আগেই পুজোর ছন্দে সেজে উঠবে ভারতের এ রাজ্যটি।
১২তম বাংলা সিনে উৎসব এবার পা রাখল ১০-এ। দিল্লির প্রবাসী বাঙালিরাই এই উৎসবের উদ্যোক্তা। এবারের উৎসব শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। শেষ হবে ১৫ সেপ্টেম্বর। দিল্লির মুক্তোধারা অডিটোরিয়ামেই হবে এই উৎসব। উদ্বোধন করবেন কলকাতার নামকরা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
উৎসবের কয়েকদিনে দেখানো হবে ১১টি পূর্ণ দৈর্ঘ্যরে ছবি এবং সাতটি শর্টফিল্ম। উপস্থিত থাকবেন কলকাতার আরও অনেক কলাকুশলীরা। চিরঞ্জিত চক্রবর্তী, সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ, ইন্দ্রাশিস আচার্য, আবির চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার, রেশমি মিত্র, মোহর চট্টোপাধযায়সহ আরও অনেকে।
উৎসবে দেখানো হবে তারিখ, অব্যক্ত, আহা রে, বিজয়া, মুর্খাজ্জি দার বউ, মাটি, আমি জয় চ্যাটার্জি সহ একাধিক ছবি।
বাংলাদেশ সময়: ১৫:২৮:১৮ ১৩০ বার পঠিত