
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬ দেশের মুদ্রাসহ এক অবৈধ ডলার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। তার নাম মো. মিন্টু মিয়া।
শনিবার বিকালে বিমানবন্দরের ২ নং ক্যানোপি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বলে জানিয়েছেন এএপির অতিরিক্ত এসপি (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
তিনি জানান, বিমানবন্দরের ২ নং ক্যানোপির পার্কিং এলাকায় যাত্রীদের কাছে ডলার লাগবে কিনা জিজ্ঞেস করে মিন্টু। কেউ ডলার লাগবে বললে তার কাছ থেকে টাকা নেয়। এরপর ডলার এনে দিবে বলে সে পালিয়ে যেত। গ্রেফতারের আগে তার কাছে ৪৬ দেশের সচল-অচল মুদ্রা পাওয়া গেছে। সাধারণত বিভিন্ন দেশের মুদ্রা দেখিয়ে সে যাত্রীদের আস্থা অর্জনের চেষ্টা করতো।
বাংলাদেশ সময়: ১৯:৪৫:২৫ ১৪৫ বার পঠিত