
জয়পুরহাটে পৌর শহরের আরাফাত নগর এলাকা থেকে রনি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী আলমগীর হোসেন আলমকে আটক করেছে পুলিশ।
আলমগীর হোসেন পৌর শহরের বুলু পাড়া গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক তদন্ত রায়হান হোসেন জানান, পৌর শহরের আরাফাত নগর ওয়াজেদ আলীর বাসায় ভাড়া থাকতেন এই দম্পতি। শনিবার বিকালে প্রতিবেশীরা রনি আক্তারের নিজ শয়ন কক্ষে ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যাপারে তথ্য উদঘাটনসহ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রনি আক্তারের স্বামীকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০:২২:২৮ ১৪২ বার পঠিত