
জামালপুরের বকশিগঞ্জের কামালপুর বাজার এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৫৩৩ পিছ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। তার নাম মো. বাবু (২৫)।
বৃহস্পতিবার সকালে কামালপ্রু বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক বাবু কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার বেপারীপাড়া গ্রামের মৃত ফয়জা রহমানের ছেলে।
৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে কামালপুর বিওপির বিজিবির একটি দল ধানুয়া কামালপ্রু বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় রৌমারী হতে ঢাকা গামী যাত্রীবাহী বাস পলি পরিবহন তল্লাশি চালায় বিজিবি। বাসে তল্লাশি চালিয়ে ৩৫৩৩ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন, ১টি পাওয়ার ব্যাংক এবং নগদ ১,২৮০ টাকাসহ মো. বাবুকে আটক করে বিজিবি। আটককৃত মাদকের বাজার মূল্য ১০ লাখ ৬২ হাজার ৯৮০ টাকা বলে জানায় বিজিবি।
আটক বাবুকে বকশিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৩০:৫০ ১৭৪ বার পঠিত