
ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০১৯ঃ একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৬ষ্ঠ বৈঠক কমিটি’র সভাপতি রমেশ চন্দ্র সেন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মোঃ আফজাল হোসেন, সামশুল হক চৌধুরী এবং মোঃ ফরিদুল হক খান অংশগ্রহণ করেন।
বৈঠকে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখা, অতি ঝুঁকিপূর্ণ নদী ভাঙ্গন চিহ্নিত এলাকায় পরবর্তী বছর বন্যা মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি গ্রহণ এবং ডেল্টা প্ল্যান অনুযায়ী সকল নদী খননের মাধ্যমে নদীর প্রবাহ ধরে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে ফরিদপুর জেলার আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প, যশোর জেলার মনিরামপুর ও কেশবপুর উপজেলাধীন নদী সমূহ ও পার্শ্ববর্তী খালগুলোর জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প এবং দিনাজপুর জেলার খানসামা উপজেলার বিভিন্ন স্থানে আত্রাই নদীর অব্যাহত ভাঙ্গন প্রতিরোধ ও নদীর তীর সংরক্ষণ প্রকল্পসমূহের অগ্রগতি সর্ম্পকে বিস্তারিত আলোচনা হয়। এসব প্রকল্পের কার্যক্রম মানসম্মতভাবে এবং দ্রুতগতিতে প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করা হয়।
বৈঠকে ঠাকুরগাওঁ উপজেলায় নির্মিত সিনুয়া নদীতে বাসিয়াদেবী রেগুলেটর হতে খরা মৌসুমে অধিক শষ্য ফলনের জন্য পানি সরবরাহের জন্য Side Channel নির্মাণে সঠিক নকঁশা প্রণয়ন ও যথাসময়ে কার্যক্রম বাস্তবায়নের সুপারিশ করা হয়।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:১৭:২০ ১১৯ বার পঠিত