
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ নিউজটুনারায়ণগঞ্জ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শেখ হাসিনা বাংলদেশের স্বপ্নসারথি’ শীর্ষক মাসব্যাপী চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জয়ীতা প্রকাশনীর সহযোগীতায় বাংলদেশ শিল্পকলা একাডেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং তাকে নিয়ে সৃজিত শিল্পকর্মের এ প্রদর্শনী আয়োজন করে।

ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর তিনি প্রদর্শনীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চিত্রশিল্পীদের সাথে কথা বলেন।
এসময় এমিরেটাস অধ্যাপক প্রফেসর আনিসুজ্জামান, সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ হোসেন এমপি, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি উপস্থিত ছিলেন।
এ প্রদর্শনী আগামী ২৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা হতে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ সময়: ২০:০৫:৩০ ১৮৪ বার পঠিত