
রূপগঞ্জে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ মীর মোশারফ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবারে (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে তাকে আটক করা হয়।
রূপগঞ্জ থানার এএসআই আনিছুর রহমান জানান, দীর্ঘদিন ধরে রূপসীর মীর বাড়ি এলাকার মীর মোশারফ মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১হাজর ২০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
 বাংলাদেশ সময়: ২৩:০৭:৩৮   ২০৬ বার পঠিত