
অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার বনানী এলাকার ২ নম্বর রোডের আরেকটি বাসায় অভিযান শুরু করেছে র্যাব। এরআগে সোমবার রাতে রাজধানীর গুলশান-২ এর ১১/এ রোডে তার অফিসে অভিযান চালায় র্যাব।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, অভিযান এখনও চলছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জানা যায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি সোমবার দুপুরে ছাড়ার আগমুহূর্তে সেলিম প্রধানকে আটক করা হয়। তিনি বাংলাদেশে অনলাইনে ক্যাসিনো ব্যবসায়ের মূলহোতা বলে জানায় র্যাব। সেলিম বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ ছিলেন। তারেকের বিভিন্ন পার্টিতে তরুণী সরবরাহের কাজ করতেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫:৩১:২৮ ১৩৩ বার পঠিত