পূজায় আসছে হৈমন্তীর নতুন গান

প্রথম পাতা » ছবি গ্যালারী » পূজায় আসছে হৈমন্তীর নতুন গান
মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯



---

দুর্গাপূজা উপলক্ষে নতু গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন তরুণ প্রজন্মের গায়িকা হৈমন্তী। দেবী দুর্গাকে নিয়ে তৈরি গানটি চলতি সপ্তাহেই ইউটিউবে মুক্তি পাবে বলে জানালেন গায়িকা হৈমন্তী।

‘আকাশে খুশির ডানা মেলে উমা এলে, এগিয়ে গিয়েছি বহুদূর বেদনা ফেলে’ এমন কথার গানটি লিখেছেন সব্যসাচী ব্যানার্জী। সঙ্গীত পরিচালনা করেছেন সৌরভ বাবাই চক্রবর্তী।

হৈমন্তী জানান, গানের গীতিকার ও সঙ্গীত পরিচালক দুজনেই কলকাতার। গানটি তৈরিও হয়েছে কলকাতায়। বাংলাদেশ থেকে হৈমন্তী শুধু ভয়েস দিয়েছেন।

তিনি জানান, কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ২/৩ দিনের মধ্যে গানটি মুক্তি পাচ্ছে।

গায়িকা হৈমন্তী বলেন, ‘এই গানটি একটি লিরিক্যাল মিউজিক ভিডিও। পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও হওয়ার কথা ছিল। কিন্তু আমি টানা ৪৫ দিন আমেরিকায় অবস্থান করার কারণে মিউজিক ভিডিওর শুটিং করে উঠতে পারিনি। তবে পরবর্তীতে গানটির ভিডিও করার পরিকল্পনা রয়েছে।’

হৈমন্তী জানান, গেলো বছর দুর্গা পূজায় তার গাওয়া পূজার গান ‘বছর শেষে আসতে হবে তোমায় দূর্গা মা’ গানটি প্রকাশিত হয়েছিল। কলকাতার জনপ্রিয় গায়ক আকাশ সেনের সঙ্গে গাওয়া তার ওই গানটি কলকাতার স্কাই মুভিজের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছিল। সেই গানটির ভিউ প্রায় ৫৫ লাখ।

এবারের দূর্গা পূজার গানটি নিয়েও আশাবাদী তিনি। শিল্পী মনে করেন, ‘আমার বিশ্বাস এবারের গানটিও আমার শ্রোতা-ভক্তদের ভালো লাগবে। কারণ, এটি অসাধারণ একটি গান হয়েছে।’

উল্লেখ্য, হৈমন্তীর গাওয়া সর্বশেষ গান ‘আকাশে মেঘ জমেছে’। এ গানে সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কিংবদন্তি গায়িকা রুনা লায়লা। গানটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

হৈমন্তী জানান, আমেরিকা থেকে দেশে ফিরেই একগুচ্ছ নতুন গান তৈরির কাজে হাত দিয়েছেন। এগুলো আগামী বছরে বিশেষ বিশেষ দিনে প্রকাশ পাবে।

আর আসছে দুর্গাপূজায় তিনি ঢাকাতেই থাকবেন। বনানী ও কলাবাগান মাঠের পূজায় গান করাসহ পূজায় আরও কিছু স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫৬   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ