রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে পুলিশ কনস্টেবল ধরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে পুলিশ কনস্টেবল ধরা
মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯



---

পাবনার চাটমোহরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন ফিরোজ হোসেন (৪২) নামে পুলিশের এক কনস্টেবল। গতকাল সোমবার রাতে চাটমোহর পৌরসভার দোলং মহল্লা থেকে তাদের হাতেনাতে আটক করে এলকাবাসী।

ফিরোজ হোসেন চাটমোহর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনার পর রাতেই তাকে চাটমোহর থানা থেকে প্রত্যাহার করে পাবনা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল ফিরোজ হোসেনের সঙ্গে দোলং মহল্লার এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর (৪০) পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ফিরোজ হোসেন গোপনে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন এবং অসামাজিক কাজে লিপ্ত হন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের দুইজনকে ঘর থেকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে খবর দেন। রাতের এ ঘটনাটি মুহূর্তেই জানাজানি হয়ে গেলে কয়েকশ উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।

খবর পেয়ে পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ও চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ফিরোজ হোসেনকে উদ্ধার করে নিয়ে যান।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসির উদ্দিন জানান, এ ঘটনায় রাতেই কনস্টেবল ফিরোজকে চাটমোহর থানা থেকে প্রত্যাহার করে পাবনা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৫৮   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ