নরসিংদীর ব্রাহ্মন্দী এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ সাদেক মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
সাদেক বাদুয়ারচর এলাকার আলাউদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদে পৌর শহর ব্রাহ্মন্দী এলাকায় অভিযান চালানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে সাদেক মিয়া পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাদেক সন্ত্রাসী কার্যকালাপ করার জন্যই অস্ত্র বহন করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬:৩২:৪০ ৪২০ বার পঠিত