রাজশাহীতে বোমা তৈরির সরঞ্জামসহ জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির সক্রিয় দুই এহসার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পশ্চিম শেরপুর গ্রামের মৃত মাওলানা ফরিদ উদ্দিনের ছেলে আতিউল্লাহ সরকার (২৩) ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কুমেদপুর গ্রামের মৃত তালেব আলীর ছেলে মোকসেদুল ইসলাম (২২)।
র্যাব ৫-এর মেজর এএম আশরাফুল ইসলাম বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ দুই জেএমবি সদস্যের কাছ থেকে এক কেজি ২৪০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়া কাচের বোতল, সুইচ, সার্কিট, স্কচটেপ, ব্যাটারি, সুপার গ্লু আঠা, কাটা, ইলেকট্রিক তারও জব্দ করা হয়েছে।
র্যাব কর্মকর্তা বলেন, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুই জেএমবি সদস্য কাশিয়াডাঙ্গা এলাকায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবির এ দুই এহসার সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মেজর আশরাফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের র্যাব ৫-এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর পর তাদের নগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অস্ত্র ও বিস্ফোরদ্রব্য নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান মেজর আশরাফুল।
বাংলাদেশ সময়: ১৭:১১:৩৮ ৫২৫ বার পঠিত