সাংবাদিক দিল মনোয়ারা মনু আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিক দিল মনোয়ারা মনু আর নেই
সোমবার, ১৪ অক্টোবর ২০১৯



---

নারী সাংবাদিকতার পথিকৃৎ ‘বেগম’ পত্রিকার নূরজাহান বেগমের ঘনিষ্ঠ সহচর বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট দিল মনোয়ারা মনু আর নেই।

রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

দিল মনোয়ারা মনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্বামী শামসুল হুদা।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘রোববার রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন মনু। বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন রাতেই। এরপর শ্বাসকষ্ট শুরু হয়ে তিনি মারা যান।’

দিল মনোয়ারা মনুর লাশ তার লালমাটিয়ার বাসায় আনা হয়েছে এবং লালমাটিয়ার বিবির মসজিদে বাদ জোহর তার প্রথম জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।

দিল মনোয়ারা মনুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে সাংবাদিক অঙ্গনে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৪ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ খবর জানানো হয়।

নারী আন্দোলনসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন দিল মনোয়ারা মনু। শারীরিক অসুস্থ নিয়েই সম্প্রতি নারী ও মানবাধিকার ইস্যুতে আন্দোলনে শামিল হয়েছেন তিনি।

নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা বলেন, ‘মনু আপাকে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তিনি ছিলেন এক প্রতিবাদী কণ্ঠ। মনু আপা লাঠিতে ভর করেও প্রতিটি প্রতিবাদ, আন্দোলনে যোগ দিতেন। মানববন্ধনে দাঁড়াতে পারতেন না বলে চেয়ারে বসে অংশ নিতেন তিনি। তার অভাব হয়তো পূরণ হওয়ার নয়।’

মৃত্যুর ১৯ আগেও এ বিষয়ে সক্রিয় ছিলেন মনোয়ারা মনু। শনিবার বিভিন্ন প্রতিবাদ ও মানবিক ঘটনাগুলোর সংবাদ ও আন্দোলনের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন।

তার মৃত্যুর খবর জানার পর সেসব ছবি ও তার ফেসবুক ওয়ালে শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা ও ভালোবাসার অগণিত পোস্ট জমা পড়েছে।

দিল মনোয়ারা নারী সাংবাদিক কেন্দ্রের সহসভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির গণমাধ্যমবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, ব্রেকিং দ্য সাইলেন্সসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

কর্মজীবনে ১৯৭৪ সালে ‘বেগম’ পত্রিকার সহসম্পাদক হিসেবে তিনি সাংবাদিকতায় যুক্ত হন। ১৯৮৮ সালে তিনি ‘পাক্ষিক অনন্যা’ তে যোগ দেন। চাকরি জীবনের ২৫ বছর সেখানেই পার করে দেন তিনি। ‘অনন্যা’য় থাকার সময় তিনি নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন।

বাংলাদেশ সময়: ১৫:৩১:০৩   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ