ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » ইনিংস পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ
শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮



--- এখন পর্যন্ত চট্রগ্রাম টেস্টে হারের পথেই আছে বাংলাদেশ। তাও যেনতেন হার নয়, পঞ্চম দিনে দারুণ কিছু না করলে ইনিংস ব্যবধানেও হারতে পারে টাইগাররা। আজ চতুর্থদিন শেষে এক বিবর্ণ বাংলাদেশকেই পাওয়া গেল সাগরিকায়। ব্যাটিংবান্ধব পিচে লঙ্কান ব্যাটসম্যানরা যেখানে সারাদিনেই ব্যাটিং করলেন সেখানে টাইগাররা শেষ বিকেলে খোয়ালেন গুরুত্বপূর্ণ তিন উইকেট। তামিম, ইমরুল ও মুশফিককে ইতোমধ্যেই ফিরেছেন সাজঘরে। এখনও ১১৯ রানে পিছিয়ে বাংলাদেশ। হাতে আছে ৭ উইকেট।

দুই দিন টানা ফিল্ডিংয়ের পর ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। ইনিংসের ১৫তম ওভারে ১৯ রান করে সাজঘরমুখী হয়েছেন ইমরুল কায়েস। ২২তম ওভারে ৪১ রান করে তামিমও ধরেছেন সাজঘরের পথ। দিনের শেষপর্যায়ে ব্যক্তিগত ২ রানে আউট হয়ে গেছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। ফলে চতুর্থ দিন শেষে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৮১/৩। ১৮ রান নিয়ে ব্যাট করছেন মুমিনুল হক।

এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ৯ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে প্রথম ইনিংসে তৃতীয় দিন শেষে সফরকারী শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে তুলেছিল ৫০৪ রান। চতুর্থ দিনের ব্যাটিংয়ে নেমে ৭১৩ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করলো শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে অভিষেক সেঞ্চুরি তুলে নেন রোশেন সিলভা। ২৩০ বলে ৬টি চার ও একটি ছক্কায় ১০৯ রান করা এই ব্যাটসম্যানকে ফেরান মেহেদি হাসান মিরাজ। চতুর্থ উইকেট জুটির ১৩৫ রানের পার্টনারশিপ ভাঙেন তিনি।

লাঞ্চ বিরতির পর ফিরে এসেই তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। বিদায়ের আগে ১৮৫ বলে ৮৭ রান তুলেছেন তিনি।

মেহেদি হাসান মিরাজের তৃতীয় শিকারে মাঠ ছাড়েন নিরোশান দিকভেলা। ৬১ বলে ৯টি চারের সাহায্যে ৬২ রান করে উইকেটরক্ষক লিটন দাশকে ক্যাচ দেন তিনি।

ক্যারিয়ারের প্রথম উইকেটটি পেতে ভালো বেগই পেতে হলো সানজামুলকে। ১৪৪ রানের বিনিময়ে অভিষেকে প্রথম উইকেট নিয়ে লজ্জার রেকর্ড থেকে বাঁচলেন এ বাঁহাতি। ৩২ রানে থাকা দিলরুয়ান পেরেরাকে এলবির ফাঁদে বিদায় করেন তিনি।

চতুর্থ দিনের দ্বিতীয় সেশন থেকে ফিরেই সুরাঙ্গা লাকমালকে (৯) বোল্ড করেন তাইজুল ইসলাম। পরের ওভারে ২৪ রানে থাকা রঙ্গনা হেরাথকে এলবির ফাঁদে ফেলেন বাঁহাতি এ স্পিনারের ব্যক্তিগত চতুর্থ উইকেট তুলে নেন।

বাংলাদেশি বোলারদের মধ্যো সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। আরেক স্পিনার মেহেদে হাসান মিরাজ পান তিনটি উইকেট। একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও সানজামুল ইসলাম।

শ্রীলঙ্কার বিপক্ষে মোট ১৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে জিতেছে ১টি, ড্র ২টি আর হার ১৫টি। টেস্টে দুই দলের সর্বশেষ লড়াইয়ে জয় বাংলাদেশের। সেটিও শ্রীলঙ্কার মাটিতে। নিজেদের শততম টেস্টে টাইগাররা জয় তুলে নিয়েছিল লঙ্কার মাটিতে।

তবে বাংলাদেশ দলের কোচ ছিলেন তখন চন্দিকা হাথুরুসিংহে। এবার সেই হাথুরুসিংহে নিজ দেশ শ্রীলঙ্কার কোচ। দ্বৈরথটা তাই অন্যরকম বার্তা দিচ্ছে। যদিও বাংলাদেশকে মাঠে নামতে হচ্ছে সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে ছাড়া। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হাতের আঙ্গুলে চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে যান তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার। টেস্টে ক’দিন আগেই নেতৃত্ব পেয়েছিলেন সাকিব। কিন্তু নেতৃত্ব পাওয়ার পর নিজ দেশের প্রথম টেস্টটাই মিস করছেন তিনি। প্রথম টেস্টে তার বদলে নেতৃত্ব দিচ্ছেন তাই মাহমুদউল্লাহ রিয়াদ।

ওয়ানডেতে বাংলাদেশ বেশ সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে অনেকদিন। তবে টেস্টেও ইদানিং সবার শ্রদ্ধা আদায় করে নিতে শুরু করেছে। শেষ দুই বছরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারিয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা শ্রীলঙ্কার বিপক্ষেও দেখতে চায় লাল-সবুজের দর্শকরা।

চতুর্থ দিন শেষে স্কোর:

বাংলাদেশ ২য় ইনিংস: ২৬.৫ ওভারে ৮১/৩ (তামিম ৪১, ইমরুল ১৯, মুমিনুল ১৮*, মুশফিক ২; হেরাথ ১/২২, লাকমল ০/১৬, ধনঞ্জয়া ০/২০, দিলরুয়ান ১/২০, সান্দকান ১/৩)

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭১৩/৯, ইনিংস ঘোষণা

বাংলাদেশ ১ম ইনিংস: ৫১৩

বাংলাদেশ সময়: ২২:৪১:১৫   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ