ফতুল্লা পুলিশের অভিযানে ১১ মণ মা ইলিশ জব্দ, আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লা পুলিশের অভিযানে ১১ মণ মা ইলিশ জব্দ, আটক ১
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯



---

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ১১ মণ মা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় লিটন ঢালী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বক্তাবালিস্থ বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর মোহনায় অভিযান চালিয়ে ২২ টি কার্টুনে রাখা এ ইলিশ মাছগুলো জব্দ করে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, এই মৌসুমে মা ইলিস ধরা নিষেধ করেছেন সরকার। নিয়ম করা হয়েছে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর মা ইলিশ ধরা যাবে না কিন্তু এই নিয়ম অমান্যকরে কিছু অসাধু ব্যবসা এ সময়ও ইলিশ ধরেন।

এমন সংবাদ পেয়ে ভোর রাত ৪ টার দিকে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাসানুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় ২২টি কার্টুনে রাখা প্রায় ১১ মন মা ইলিশ জব্দ করা হয়। এবং মুন্সিগঞ্জের লৌহজং থানার সামুর বাড়ি এলাকার মৃত জমর উদ্দিন ঢালীর ছেলে লিটন ঢালীকে (৪০) আটক করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি মোতাবেক মাছগুলোকে গরিব মানুষ ও এতিম খানাতে দিয়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সাপার ( ডিবি)সুবাস সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৭   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ