বগুড়ার শাজাহানপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস আলী খন্দকার, আলহাজ্ব তমেজ উদ্দিন এবং আড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইউপি সদস্য তাজুল ইসলাম। এ ঘটনায় এসআই জাহাঙ্গীর কবির বাদি হয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা (মামলা নং-০৩) দায়ের করেন। শনিবার বিকেলে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে নয়মাইলে উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশারের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫১:০১ ৩৫৭ বার পঠিত