একই মঞ্চে সম্মাননা পাচ্ছেন আনোয়ারা-রঞ্জিত মল্লিক

প্রথম পাতা » ছবি গ্যালারী » একই মঞ্চে সম্মাননা পাচ্ছেন আনোয়ারা-রঞ্জিত মল্লিক
শনিবার, ১৯ অক্টোবর ২০১৯



---

একই মঞ্চে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন বাংলাদেশের গুণী অভিনেত্রী আনোয়ারা ও পশ্চিমবঙ্গের রঞ্জিত মল্লিক। প্রথমবারের মতো দুই বাংলার চলচ্চিত্র নিয়ে আয়োজিত ‘ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড (বিবিএফএ)’ অনুষ্ঠানে এই সম্মাননা পাবেন তারা।

বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে আগামি সোমবার (২১ অক্টোবর) বিকাল ৫টায় প্রথমবার বসতে যাচ্ছে ‘ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড’। আর এই অনুষ্ঠানেই জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সম্মাননা দুই দেশের দুই গুণী অভিনেতার হাতে তুলে দেওয়া হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ও বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এ পুরস্কার অনুষ্ঠানটির মাধ্যমে দুই বাংলার চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাজের স্বীকৃতি জানানোই মূল উদ্দেশ্য। পুরস্কার প্রদানের পাশাপাশি থাকবে দুই দেশের শীর্ষ তারকাদের পরিবেশনা।

পপুলার, টেকনিক্যাল ও রিজিওনাল- এই তিন বিভাগে দুই দেশের শিল্পী-কুশলীদের পুরস্কার প্রদান করা হবে। ২০১৮ সালের জুন মাস থেকে চলতি বছরের (২০১৯) জুন মাস পর্যন্ত ভারত ও বাংলাদেশে মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্রগুলো থেকে এসব পুরস্কার বাছাই করা হচ্ছে।

বাংলাদেশ থেকে জুরি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আলমগীর, কবরী, ইমদাদুল হক মিলন, খোরশেদ আলম খসরু ও হাসিবুর রেজা কল্লোল। অন্যদিকে, ভারত থেকে আছেন গৌতম ঘোষ, ব্রাত্য বসু, গৌতম ভট্টাচার্য, অঞ্জন বোস ও তনুশ্রী চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ২১:২৭:৪২   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ