প্রেমিকের সঙ্গেই ঘর বাঁধছেন অভিনেত্রী সাবিলা নূর

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রেমিকের সঙ্গেই ঘর বাঁধছেন অভিনেত্রী সাবিলা নূর
শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯



---

দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে এই অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা গেছে।

সাবিলার হবু স্বামী নেহাল পেশায় ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি বেসরকারি এসএটিভিতে কর্মরত।

তার গ্রামের বাড়ি চাঁদপুর। নেহালের বাবা আবু তাহের ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপমহাপরিচালক ও মা উম্মে কুলসুম ঢাকার একটি কলেজের চিফ কো-অর্ডিনেটর অফিসার।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাবিলার গায়েহলুদ।

বর নেহাল সম্পর্কে সাবিলা নূর বলেন, ও খুবই ভালো বন্ধু আমার। আমার কাজকেও সাপোর্ট করে সে। ফলে আমি আমার কাজও চালিয়ে যেতে পারব।

দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল সাবিলা নূরের সঙ্গে নেহালের প্রেমের গুঞ্জন নিয়ে। তবে বরাবরই সাবিলা প্রেমের গুঞ্জন অস্বীকার করে আসছিলেন।

অবশেষে গত ১৪ অক্টোবর সাবিলা ঘোষণা দেন বন্ধু নেহালকেই বিয়ে করছেন তিনি।

২০১৪ সালে সাবিলা নূর মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করেছেন।

‘ইউটার্ন’, ‘জোনাকির আলো’, ‘বুলেট প্রুফ ম্যারেজ’, ‘থ্রি ফ্রেন্ডস’, ‘ক্ষরণ’, ‘অপরাজিতা তুমি’সহ অনেক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৪৯   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ