বকুল হাওলাদার সাহসিকতার সঙ্গে কাজ করে গেছেন - চিফ হুইপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বকুল হাওলাদার সাহসিকতার সঙ্গে কাজ করে গেছেন - চিফ হুইপ
শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯



---

জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি প্রয়াত শামসুল আলম বকুল হাওলাদারের কুলখানি শুক্রবার মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন কুলখানিতে যোগ দিয়ে বলেন, বকুল হাওলাদার খুবই সাহসিকতার সঙ্গে আওয়ামী লীগের জন্য কাজ করেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।

কুলখানিতে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, মাদারীপুরের পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ দে, শিবচর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন খান, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) আল নোমান, শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান (তোতা), আওয়ামী লীগ নেতা মতি হাওলাদার, বাবুল হাওলাদারসহ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ।

উল্লেখ্য, গত শনিবার (৫ অক্টোবর) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শামসুল আলম বকুল হাওলাদার মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:৩০   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ