দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও খেলছেন না সাকিব

প্রথম পাতা » খেলাধুলা » দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও খেলছেন না সাকিব
সোমবার, ২৮ অক্টোবর ২০১৯



---

আগামী নভেম্বরে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ। এ সফর সামনে রেখে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছেন টাইগাররা। গতকাল রোববার প্রথম প্রস্তুতি ম্যাচে লাল দলকে ৫০ রানে হারিয়েছে সবুজ দল।

ওই ম্যাচে খেলেননি অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও খেলবেন না তিনি। সোমবার সন্ধ্যা ৬টায় মিরপুরের শেরেবাংলায় গড়াবে ভারত সফরে যাওয়ার আগে শেষ প্রস্তুতি ম্যাচ।

প্রস্তুতি ম্যাচে সাকিবের না থাকার বিষয়ে আসল কারণ জানা যায়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন,প্রস্তুতি ম্যাচ না খেলার জন্য প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কাছ থেকে অনুমতি নিয়েছেন সাকিব।

দিন কয়েক আগে বেতন-ভাতাদি বাড়ানোসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিতে আন্দোলনে নামেন সাকিব-তামিমরা। পরিপ্রেক্ষিতে হার্ডলাইনে যায় বিসিবি। এতে জাতীয় দলের ভারত সফর নিয়ে শঙ্কা দেখা দেয়। ঘরোয়া ক্রিকেট স্থবির হয়ে পড়ে। অবশেষে দুপক্ষের সমঝোতায় অচলাবস্থার নিরসন হয়।

বিসিবি দাবি-দাওয়া মেনে নেয়ায় মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প করছেন মুশফিকরা। তবে নিয়মিত করছেন না সাকিব। জাতীয় লিগে খেলছেন ঘরোয়া ক্রিকেটাররা। এরই মধ্যে তাদের দাবি বাস্তবায়নে কাজ শুরু করেছেন বোর্ড কর্তারা।

আগামী ৩ নভেম্বর দিল্লিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ১০ নভেম্বর। দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। এর পর ২২ নভেম্বর ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এ সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবেন সাকিব-মুশফিকরা।

বাংলাদেশ সময়: ১৪:৪১:৫৫   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ